
কেন্দ্রীয় বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ আসনের সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল বলেছেন, ‘অনেক দল উপরে স্থানীয় নির্বাচন আগে দেয়ার দাবী করলেও তলে তলে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করতে দেখা গেছে। এটি বিএনপি করবে না। জনগণের প্রার্থী নির্বাচনে যখন জাতীয় নির্বাচন ঘোষণা হবে, তখনি আমরা প্রার্থী ঘোষণা করবো।
রোববার (১৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের চক্রান্ত মোকাবিলাসহ বেশকিছু দাবিতে ১৭ ফেব্রুয়ারী সোমবার সমাবেশ করবে কক্সবাজার জেলা বিএনপি। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
প্রেস ব্রিফিংয়ে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তোলন। নিরাপত্তা ও দ্রব্যমূল্যের দামবৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবীতে বিএনপির এই প্রতিবাদ সমাবেশ। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের অবস্থান জানান দিবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, সিনিয়র সহ-সভাপতি নুরুল বশর চৌধুরী, দফতর সম্পাদক ইউসূফ বদরী, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমেদ উজ্জল, সাধারন সম্পাদক জিসান উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সরওয়ার রোমমন, শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলামসহ নেতাকর্মীরা।