শনিবার , ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার

সাংবাদিক ফরহাদের উপর হামলা, মোবাইল ছিনতাই 

কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয় ভবনে সাংবাদিককে হামলা করে ছিনিয়ে নিলো মোবাইল ফোন। ২৯ সেপ্টেম্বর দুপুর ২ টায় জেলা প্রশাসক কার্যালয় ভবনের নিচে প্রকাশ্যে মোবাইল ফোন ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এমন ঘটনার শিকার হয়েছেন ঢাকা পোস্ট কক্সবাজারের জেলা প্রতিনিধি,  সিসিএন নিউজ ও দৈনিক সকালের কক্সবাজার এর স্টাফ রিপোর্টার সাইদুল ইসলাম ফরহাদ।”

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজের মাধ্যমে জানা যায়, ‘সাইদুল ইসলাম ফরহাদ জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় সিঁড়ির পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ  ৫/৭ জনের একট গ্রুপ এসে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।  এতে বাঁধা দিলে মারধর করে মোবাইল ছিনিয়ে নিয়ে বীরদর্পে পালিয়ে যায় সন্ত্রাসীরা। জেলা প্রশাসক কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় প্রকাশ্যে সাংবাদিকের উপর হামলা ও  ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন হয়েছেন সাংবাদিক সমাজ। জেলা প্রশাসক কার্যালয়ের ভবন অনিরাপদ  হয়ে পড়ায় আতংকে রয়েছেন সাংবাদিকসহ সাধারণ জনগণ।”

সাংবাদিক সাইদুল ফরহাদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা পোস্ট,  সিসিএন নিউজ ও দৈনিক সকালের কক্সবাজার এর সম্পাদকবৃন্দসহ সকল সাংবাদিক।  ছিনতাইকারি এসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।”


সম্পর্কিত খবর