রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার

লাইসেন্স নিয়ে কক্সবাজার পৌরসভার সামনে মুখোমূখি দুইপক্ষ

গণঅভ্যুত্থানের পর থেকে লাগাতার আন্দোলন চালিয়ে আসছে কক্সবাজার পৌর শহরে চলাচলরত ইজিবাইক (টমটম) চালক ও মালিকদের দুইপক্ষ।

এক পক্ষের দাবি পূর্বে দেয়া সব লাইসেন্স বাতিল করে নতুন করে লাইসেন্স দিতে হবে। আর অপরপক্ষের দাবি পূর্বে দেয়া লাইসেন্স যাচাই-বাচাই করে তাদেরও নবায়নের সুযোগ দেয়ার।

এ নিয়ে বেশকিছুদিন ধরে আন্দোলনে সরব উভয় পক্ষ। এরই মাঝে পৌর প্রশাসক লাইসেন্স নবায়নের সুযোগ দিলে আসে বিপত্তি। অপর পক্ষের আন্দোলনের মূখে বন্ধ হয়ে যায় নবায়ন কার্যক্রম।

মঙ্গলবারও উভয়পক্ষ আন্দোলনের ঘোষণা দেয়। তারই অংশ হিসেবে মুখোমুখি অবস্থান তাদের। যেকোন মুহুর্তে সংঘর্ষের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds