গণঅভ্যুত্থানের পর থেকে লাগাতার আন্দোলন চালিয়ে আসছে কক্সবাজার পৌর শহরে চলাচলরত ইজিবাইক (টমটম) চালক ও মালিকদের দুইপক্ষ।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার পৌরসভার সামনে দুপক্ষই অবস্থান নেন। তারমধ্যে কঠোর অবস্থানে ছিলো পুলিশ ও ডিবির টিম।
অবস্থান নেয়ার এক-পর্যায়ে লেগে যায় সংঘর্ষ, ইট পাটকেল ছুটোছুটি। এতে অন্তত টমটম চালকদের ১০-১২ জন আহত হয়েছে। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে তাৎক্ষণিক লাঠিচার্জ করে পুলিশ।
দীর্ঘদিন ধরে চালক পক্ষের দাবি ছিলো পূর্বে দেয়া সব লাইসেন্স বাতিল করে নতুন করে লাইসেন্স দিতে হবে। এবং যার গাড়ি তাকেই লাইসেন্স দিতে হবে।”
আর মালিকপক্ষের দাবি ছিলো পূর্বে দেয়া লাইসেন্স যাচাই-বাচাই করে তাদেরও নবায়নের সুযোগ দেয়ার।
এবিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি ফয়জুল আজিম নোমান বলেন, পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তাৎক্ষণিক দু’পক্ষকেই ছত্র-বঙ্গ করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ নিয়ে বেশকিছুদিন ধরে আন্দোলনে সরব উভয় পক্ষ। এরই মাঝে পৌর প্রশাসক লাইসেন্স নবায়নের সুযোগ দিলে আসে বিপত্তি। অপর পক্ষের আন্দোলনের মূখে বন্ধ হয়ে যায় নবায়ন কার্যক্রম।
এবিষয়ে কক্সবাজার পৌর নির্বাহী কর্মকর্তা রাসেল চৌধুরী বলেন, ‘পৌরসভার প্রসাশকসহ পৌর সভার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আলোচনা সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নিবো।
মঙ্গলবারও উভয়পক্ষ আন্দোলনের ঘোষণা দেয়। তারই অংশ হিসেবে মুখোমুখি অবস্থান হয় তাদের। একপর্যায়ে সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”