শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার

‘বদির’ বলয়ে হুন্ডি-স্বর্ণের গডফাদার ফারুক অধরা

কক্সবাজারের টেকনাফের পুরানপল্লান পাড়া এলাকায় স্বৈরাচার সরকারের আলোচিত সাংসদ আব্দুর রহমান বদির ক্যাশিয়ার হিসেবে পরিচিত ফারুক অধরা। বদির বলয়ে থেকে হুন্ডির মাধ্যমে অর্থ পাচার ও স্বর্ণ চোরাচালানের বড় গডফাদার ওমর ফারুক। তাকে গ্রেফতারে অভিযানে যায় র‍্যাব-১৫ সদস্যরা। এসময় র‍্যাবের টহল দলের ওপর হামলা চালায় তার লোকজন। এতে র‍্যাবের তিন সদস্য আহত হয়েছে।

মঙ্গলবার রাতে টেকনাফ পৌরসভাস্থ পুরান পল্লানপাড়ায় ঘটনা ঘটে। আহতরা হলেন, আমিনুল, মো. মাসুদ ও বিশ^জিত। ওমর ফারুক টেকনাফ পৌর আওয়ামীলীগের সদস্য এবং সাবেক আলোচিত মাদক সম্রাট আব্দুর রহমান বদির ক্যাশিয়ার ছিলেন।

এ ঘটনা সত্যতা নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, ‘ফারুককে ধরতে আমাদের একটা অভিযান ছিল। এসময় র‍্যাবের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে দুর্বৃত্তরা। এতে আমাদের কয়েকজন সদস্য সামন্য আহত হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।’

টেকনাফের পুরানতন পল্লান পাড়ার বাসিন্দা মো. রফিক বলেন, ‘রাতে বদির ক্যাশিয়ার ফারুকের বাড়ি অভিযান চালায় র‍্যাব সদস্যরা। এসময় সেই বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তার লোকজন র‌্যাবের উপর ইট পাটকেল ছুড়ে।’

জানতে চাইলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক খানে আলম বলেন, ‘আহত অবস্থায় রাতে র‍্যাবের তিন সদস্য চিকিৎসা নিতে এসেছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

এ বিষয় টেকনাফ মডেল থানার ওসি মো.গিয়াস উদ্দিন বলেন, ‘ উপর হামালার ঘটনাটি শুনেছি। তবে এখনো কোন অভিযোগ নিয়ে আসেনি।’

এদিকে ফারুকের বিরুদ্ধে ইয়াবা, মাদক, হুন্ডি স্বর্ণসহ টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নামে বেনামে বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

অভিযোগে বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা ফোন রিসিভ করেনি ওমর ফারুক।”


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds