শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার

মিয়ানমার থেকে ট্রলারে এসেছে রোহিঙ্গার দল

মেরিন ড্রাইভের পাশে নারীর মরদেহ পুঁতে রাখে মানবপাচারকারী

টেকনাফে মেরিন ড্রাইভের পাশে মাটির নিচে পুঁতে রাখা এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৯০ বছর। সোমবার রাত ১১টার দিকে টেকনাফের বাহারছড়া নোয়াখালী পশ্চিম পাড়া মেরিন ড্রাইভের পাশে খালি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ বলছে, মানব পাচারকারীরা টাকার বিনিময়ে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের একটি দল নিয়ে আসে। এসময় রোহিঙ্গাদের সাথে থাকা স্বর্ণ ও টাকা লুটপাট চালায়। এতে ওই রোহিঙ্গা নারী মৃত্যুর ঘটনা ঘটে। পরে তারা (পাচারকারীরা) লাশটি মাটিতে পুঁতে রাখে পালিয়ে যায়।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ‘ মেরিন ড্রাইভের পাশে মাটির নিচে এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মানব পাচারকারীরা মৃতদেহটি মাটির নিচে পুঁতে রাখে। এ ঘটনার সাথে জড়িত বেশ কয়েজন দালালের নাম পাওয়া গেছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

ওসি বলেন, ‘লাশটি ময়না তদন্ত জন্য কক্সবাজার পাঠানোর প্রস্তুতি চলছে।’

স্থানীয় ইউপি সদস্য আবদুর গফুর বলেন, ‘পাহাড়ি মানব পাচারকারীরা প্রতিনিয়ত রোহিঙ্গা পারাপার করছে। এরই অংশ হিসেবে গত শুক্রবার নৌকায় রোহিঙ্গাদের একটি দল মিয়ানমার থেকে এনে সৈকত দিয়ে প্রবেশ করে। সেসময় ওই রোহিঙ্গা নারী মৃত্যুর ঘটনা ঘটে বলে শুনেছি। এসময় নৌকায় থাকা বেশ কিছু রোহিঙ্গাদের কাছ থাকা স্বর্ণ ও টাকা লুটপাট চালায় মনব পাচারকারীরা।’


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds