শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার

‘কক্সবাজারে উৎসব মুখর শারদীয় দূর্গাপূজা’

উৎসব মুখর পরিবেশে এবারের শারদীয় দূর্গাপূজা অনুষ্টিত হবে। কোন প্রকার সংকট নাই,প্রশাসন বহুগুনে সহযোগিতা করছে। আমরা সাংবাদিক সহ সর্বমহলের সহযোগিতা চাই। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমনটাই প্রত্যাশা করেছেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্ধ। এ সময় নেতৃবৃন্ধ বর্তমানে কক্সবাজার শহরে যানজট নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন,শহর জুড়ে কয়েক হাজার অবৈধ মিশুক এবং বহিরাগত টমটমের কারনে তীব্র যানজট হচ্ছে। আমরা আশা করবো দ্রুত প্রশাসন যানজট নিরসনে উদ্দ্যোগ নেবে।

মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে ৬ টায় কক্সবাজার ব্রাহ্ম মন্দিরে অনুষ্টিত শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় বক্তারা এমন প্রত্যাশা করেন। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিঠুর সভাপতিত্বে অনুষ্টিত মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সমন্বয় পরিষদের আহবায়ক দুলাল কান্তি চক্রবর্তী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান,সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী,জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রতন দাশ, সাবেক কাউন্সিলার রাজ বিহারী দাশ,স্বপন পাল (নাজির) সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা, সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপম।

অনুষ্টান সঞ্চালন করেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপক শর্মা দিপু। এ সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন,এবারের দূর্গা পূজা উপলক্ষে কয়েক স্থরের নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃংখলা বাহিনী। এতে জেলায় ৪ হাজার আনচার, ১ হাজার পুলিশ ও র‌্যাব এবং সেনা বাহিনী দায়িত্ব পালন করবেন বলে আমাদের জানিয়েছেন।

কক্সবাজার পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু জানান, এবার উৎসাহ উদ্দীপনার নিয়ে শারদীয় দূর্গোৎস পালনের প্রস্তুতি নিয়েছে জেলার সনাতন সম্প্রদায়ের মানুষ। এবারে কক্সবাজার ৩২১ টি মন্ডপে হবে দূর্গা পূজা। এর মধ্যে ১৫১ টি প্রতিমা পূজা,১৭০ টি ঘট পূজা। এর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৮ টি প্রতিমা পূজা ১৩ টি ঘট পূজা, ঈদগাঁও উপজেলায় ১৭ টি প্রতিমা পূজা ১১ টি ঘট পূজা, কক্সবাজার পৌরসভা ১১ টি প্রতিমা পূজা ১৫ টি ঘট পূজা, মহেশখালী উপজেলায় পৌরসভা সহ ১ টি প্রতিমা পূজা ৩৩ টি ঘট পূজা, রামু উপজেলায় ২৩ টি প্রতিমা পূজা ১৩ টি ঘট পূজা, চকরিয়া উপজেলা পৌরসভা সহ ৪৬ টি প্রতিমা পূজা ৪৩ টি ঘট পূজা, পেকুয়া উপজেলায় ৬ টি প্রতিমা পূজা ৩ টি ঘট পূজা, কুতুবদিয়া উপজেলায় ১৪ টি প্রতিমা পূজা ৩১ টি ঘট পূজা,উখিয়া উপজেলায় ৮ টি প্রতিমা পূজা ৮ টি ঘট পূজা, টেকনাফ উপজেলায় ৬টি প্রতিমা পূজা অনুষ্টিত হবে। তিনি জানান,দূর্গোৎসব উপলক্ষে সর্বস্থরের সনাতন সম্প্রদায়ের লোকজনের মধ্যে উৎসব উদ্দীপনা বিরাজ করছে। সবাই আনন্দঘন পরিবেশে পূর্জা পালনের প্রস্তুতি নিয়েছে। “


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds