কক্সবাজারের টেকনাফে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে এক ব্যাক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার বিকালে ৫ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মাঠ পাড়া এলাকায় থেকে আটক করে জনতা।
আটককৃত ব্যক্তি, মৌলভী একরামুল হক তিনি ফেনীর কাজিরহাট এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম। তিনি বলেন, ‘আমাদের ওয়ার্ডে বিভিন্ন জায়গায় হতদরিদ্র মহিলাদের থেকে সেনাবাহিনী পরিচয়ে চাঁদাবাজি করছেন। আরো ঘর তৈরি করে দিবে বলে মদিনাতুল উলুম ফাউন্ডেশন বাংলাদেশ এর একটি ফরম ধরিয়ে দেয়।আজ বিকাল ৫ টার সময় তাকে আটক করে জনতা। তখন আমি চেয়ারম্যানকে অবহিত করে টেকনাফ সহকারী কমিশনার ভূমিকে হস্তান্তর করি।
বিষয়টি জানতে চাইলে টেকনাফ সহকারী কমিশনার ভূমি সাফকাত আলী বলেন, ‘আজ সন্ধ্যার আগে টেকনাফ সদর ইউনিয়নের মাঠ পাড়া এলাকায় থেকে সেনাবাহিনী পরিচয়ে ঘর দিবে বলে প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল। এবং তিনি সেনাবাহিনীর পরিচয়ে বিভিন্ন জনকে মারধর ও করেছেন।জিজ্ঞাসাবাদে একরামুল স্বীকার করেছেতিনি এসব কাজ ।
এ সময় তার হাতে থাকা মদিনাতুল উলুম ফাউন্ডেশন বাংলাদেশ এর শতাধিক ফরম পাওয়া গেছে।যে ফরম দিয়ে টাকা হাতিয়ে নিতেন তিনি। এসব অপরাধের দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৬০ ধারায় ১০০ টাকা জরিমানা ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”