কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের আসিফ সিরাজের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি দুর্বৃত্তের দল। সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন ভূঁয়া আইডি থেকে তাকে জড়িয়ে নানা ধরণের স্ট্যাটাস দিয়ে যাচ্ছে চক্রটি।
এক বিবৃতিতে আসিফ জানিয়েছেন, ‘পেশায় তিনি একজন চিংড়ি চাষী। পৈত্রিক জমিতে মৎস্যঘের তৈরি করে সেখানে মাছ চাষ করে সংসার চালায় আসিফ। রাজনৈতিক কোন দল বা অপরাধ কর্মকান্ডের সাথে আসিফের কোন ধরণের সম্পৃক্ততা নেই।
বিবৃতিতে মি. আসিফ আরও জানান, ‘একটি কুচক্রি মহল প্রশাসনকে বিভ্রান্ত করতে সামাজিক মাধ্যম ফেসবুকে অপপ্রচারে লিপ্ত রয়েছে। এলাকায় সন্ত্রাসীদের ভয়ে শহরে বসাবাস করছে। একটি সন্ত্রাসী দল তার প্রজেক্ট থেকে ৮০ লক্ষ টাকা চাঁদা দাবি করতেছে।
একই সঙ্গে কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় আসিফের কাছে চাঁদাও দাবী করে। তা দিতে অনিহা প্রকাশ করা তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে দাবি।”