বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিনোদন

হত্যা মামলায় নাট্যনির্মাতা রিংকু কারাগারে

রাজধানীর গুলশানে ছাত্র নাইমুর রহমান হত্যা মামলায় নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্যাহ মঙ্গলবার এই আদেশ দেন।

রিংকুকে গুলশান থানার উপ-পরিদর্শক রাজু আহমেদ আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। রিংকুর পক্ষে জামিনের আবেদন করা হলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এবং আগামী বৃহস্পতিবার জামিন শুনানির দিন ধার্য করে।

শুনানির সময় রিংকুর সহকর্মী নির্মাতা চয়নিকা চৌধুরী, নির্মাতা দীপংকর দীপন ও অভিনেতা আরশ খানসহ অন্যান্যরা আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার রাতে গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। রিংকু একসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন।

গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাইমুর রহমান গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় তার বাবা খলিলুর রহমান শেখ হাসিনা, শেখ রেহানাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলাতেই গ্রেপ্তার দেখানো হয় নাট্যনির্মাতা রিংকুকে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আছেন- সজীব ওয়াজেদ জয়, নূরে আলম চৌধুরী লিটন, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং দিলীপ কুমার আগরওয়ালা।


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds