বুধবার , ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিল্প-অর্থনীতি

সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে

সেপ্টেম্বরে পোশাক খাতে শ্রমিক অসন্তোষ সত্ত্বেও বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ৭৮ শতাংশ। আজ বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে রপ্তানি আয় পর্যালোচনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন এ তথ্য জানান।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে বাংলাদেশের রপ্তানি আয় ৩ দশমিক ৫১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ২২০ মিলিয়ন ডলার বেশি।

আনোয়ার হোসেন বলেন, এনবিআর অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের মতে রিয়েল টাইম শিপমেন্টের তথ্যের ভিত্তিতে তারা তথ্য প্রস্তুত করেছেন। এখন থেকে তারা প্রতি মাসের রপ্তানি আয়ের বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরবেন।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের রপ্তানি আয় ৫ দশমিক ০৪ শতাংশ বেড়ে ১১ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে। ২০২৪ অর্থবছরের একই সময়ে এটি ছিল ১০ দশমিক ৮২ বিলিয়ন ডলার। “


সম্পর্কিত খবর