বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

নির্বাহী আদেশের ঝড় তুলবেন ডোনাল্ড ট্রাম্প

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আগেই তিনি ঘোষণা করেছেন, শপথের দিনই নির্বাহী আদেশের বন্যা বইয়ে দেবেন। ওয়ান এরেনায় সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় ট্রাম্প বলেন, “শপথের কয়েক ঘণ্টার মধ্যেই ঐতিহাসিক গতিতে কাজ শুরু হবে।”  

এই নির্বাহী আদেশগুলোর মধ্যে রয়েছে অবৈধ অভিবাসীদের বহিষ্কার, পরিবেশ সুরক্ষায় কঠোর নিয়ম শিথিল করা, ডাইভারসিটি প্রোগ্রাম বাতিল, ট্রান্সজেন্ডার নারীদের নারী বিভাগে প্রতিযোগিতা নিষিদ্ধ, সামরিক বাহিনী থেকে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি নীতি বাদ দেওয়াসহ আরও নানা পদক্ষেপ। তিনি বলেছেন, বাইডেন প্রশাসনের সব “উগ্র” আদেশ অবিলম্বে বাতিল হবে।  

নির্বাহী আদেশের বিশাল সংখ্যা আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশেষজ্ঞদের মতে, লক্ষাধিক অবৈধ অভিবাসী বহিষ্কার করা বিশাল লজিস্টিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাছাড়া ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গার ঘটনায় দোষী সাব্যস্তদের ক্ষমা করা হতে পারে বলে শোনা যাচ্ছে।  

রোববারের তুষারপাত ও প্রচণ্ড ঠান্ডার কারণে উদ্বোধনী অনুষ্ঠান ক্যাপিটলের ভেতরে সরিয়ে নেওয়া হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, শপথের পর তিনি সমর্থকদের উদ্দেশ্যে কথা বলবেন, যেখানে ঐক্য, শক্তি এবং “ন্যায়বিচার” নিয়েই তার মূল বক্তব্য থাকবে।


সম্পর্কিত খবর