মঙ্গলবার , ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

ট্রাম্পকে অভিনন্দন জানালেন ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে দুই দেশ একসঙ্গে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন বার্তার উদ্ধৃতি দিয়ে সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা বলেন।

মুখপাত্র জানান, প্রধান উপদেষ্টা তার দৃঢ় আস্থা ব্যক্ত করেছেন যে, দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে একসঙ্গে কাজ করবে।

প্রধান উপদেষ্টা বলেছেন, ‘আমরা সেই বিশ্বাসের পুনরাবৃত্তি করছি এবং ডোনাল্ড ট্রাম্পকে তার নতুন মেয়াদ শুরু করার জন্য শুভ কামনা জানাচ্ছি।’


সম্পর্কিত খবর