শনিবার , ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয়

এইচএসসিতে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

ঝিনাইদহ সদরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় জান্নাতুল ফেরদৌস (১৮) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১ টার দিকে উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জান্নাতুল ফেরদৌস ভড়ুয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। তিনি মুক্তিযোদ্ধা মশিউর রহমান মহাবিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। আজ দুপুরে তার পরীক্ষার ফল ঘোষণা হয়। সেখানে অকৃতকার্য হওয়ার খবর শুনে ঘরের ভেতরে আত্মহত্যার চেষ্টা করেন জান্নাতুল। পরে জানালা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।


সম্পর্কিত খবর