
নিজস্ব প্রতিনিধি:
বদির ঘনিষ্ঠ এনামুল হাসান এখন বিএনপির কমিটিতে!টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি দেশজুড়ে সমালোচিত সাবেক এমপি আব্দুর রহমান বদির ঘনিষ্ট আওয়ামীলীগের দোসর সাবেক কাউন্সিলর এনামুল হককে আরফাত রহমান কোকোর ক্রিড়া সংসদ কমিটিতে স্থান পাওয়ায় সীমান্তজুড়ে আলোচনা চলছে।
এ ঘটনায় বুধবার রাতে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন খোদ টেকনাফ পৌর শ্রমিকদলের সভাপতি আবদুর রশিদ। তিনি বলেন, ‘গত (৫ আগষ্ট)ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশ ফ্যাসীবাদ মুক্ত হলেও ফ্যাসীবাদী দোসরদের কিছু চিহ্নিত লোক বিএনপির বিভিন্ন পদ পদবীতে স্থান করে নিচ্ছে। মূলত কিছু নেতা দলীয় নির্দেশনা অমান্য করে এ অপর্কম লিপ্ত হচ্ছেন। এরই সুত্রে ধরেই ওই এনামকে ওই কমিটিতে সিনিয়র যুগ্ম-আহবায়ক মনোনীত করেছেন।
দুঃখের সাথে বলতে হয় গত দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসীবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে রাজপথেও ছিলাম। কিন্তু ত্যাগী নেতাদের বাদ দিয়ে গত (১৪ নভেম্বর) তারিখ কক্সবাজার জেলা আরফাত রহমান কোকো ক্রিড়া সংসদ টেকনাফ পৌরসভার অনুমোদন দেওয়া হইয়াছে। যেখানে একজন চিহ্নিত আওয়ামীলীগের সক্রিয় নেতা এনামুল হাসান সাবেক কাউন্সিলার স্থান পান। শ্রমিক দলের এই নেতা বলেন, ‘সে উখিয়া-টেকনাফ সাবেক সাংসদ আব্দুর রহমান বদির (বর্তমানে কারাগারে) ভগ্নিপতি ও সি.আই.পি ফারুকের ছোট ভাই।
সে বিগত ২০১৮ এবং ২০২৪ এর জাতীয় নির্বাচনে আওয়ামী মনোনিত নৌকা প্রার্থী শাহিন আক্তার বদির পক্ষে নির্বাচনে সক্রিয় ভুমিকা পালন করেছেন। তাই আমি ৫ আগষ্টের পর সেসহ সকল ফ্যাসীবাদী আওয়ামী দোসরদের বিএনপির সকল অঙ্গ সংগঠনে পদ-পদবীতে ভাগিয়ে নিয়েছে তাদের বাদ দিয়ে ফ্যাসিবাদী মুক্ত করতে কক্সবাজার জেলা বি,এন,পির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি ভাবে অনুরোধ জানাচ্ছি। এছাড়া আমি জেনেছি আওয়ামী ফ্যাসিবাদী এনাম টেকনাফ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে মনোনীত হয়েছে। এটি আমাদের জন্য লজ্জাজনক। আমি এটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আওয়ামীলীগের এই দোসরকে বিএনপি থেকে প্রত্যাহার করার জন্য জোর দাবী জানাচ্ছি।