৫ আগষ্ট ছাত্র জনতার বিজয় হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। জামায়াত সুশাসনের জন্য কাজ করছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের অনেক চাওয়া। তবে জামায়াত সংস্কারের জন্য য়ৌক্তিক সময় দিতে চায়। সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ এর দাবী জানিয়ে বলেন, বিলম্ব হলে অনেক জটিলতা সৃষ্টি হতে পারে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি এইচ এম হামিদুর রহমান আযাদ কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
তিনি দীর্ঘ ইতিহাসের ধারাবাহিকতায় দেশের মানুষ বৈষম্যের শিকার হওয়ার কথা তুলে ধরে বলেন, আওয়ামীলীগ ২০১৮ সালে দিনের ভোট রাতে করে এবং ২০২৪ সালে ডামি নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করে চুড়ান্তভাবে ফ্যাসিবাদ কায়েম করে। নির্বাচনে কেয়ারটেকার পদ্ধতি বাতিল করে আওয়ামীলীগ এককভাবে ক্ষমতা কুক্ষিগত করে। গুম খুন ও সম্পদ লুটপাট করে দেশে চরম বৈষম্যের সৃষ্টি করে।
তিনি বলেন, কক্সবাজার দেশের পর্যটন নগরী। রাজনৈতিক কারণে কক্সবাজার বৈষম্যের শিকার হয়েছে। তিনি এই বৈষম্যের অবসান চান।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল দীর্ঘদিন ধরে। জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র জনতার বিজয় হয়েছে। পতন হয়েছে ফ্যাসিবাদের।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা জায়াতের আমীর প্রিন্সপ্যাল মাওলানা নুর আহমদ আনোয়ারী, সিনিয়র জামায়াত নেতা আবু তাহের চৌধুরী, জাহেদুল ইসলাম, শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ ফারুক, প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএএম আশেকুল্লাহ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কক্সবাজার প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর সাধারণ সম্পাদক রিয়াজ মুহাম্মদ শাকিল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ ফারুক।
জেলা আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, ছাত্র জনতার আন্দোলনে দুই হাজারের মত শহীদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশ গঠনে সকলের ভূমিকা পালন করতে হবে।
ফ্যাসিবাদের দোসররা এখনো সড়যন্ত্র করে যাচ্ছে এই ষরযন্ত্রের বিরুদ্ধেরুখে সবাইকে দাড়াতে হবে। সকল গুম খুন, লুটপাটও সন্ত্রাসের বিচার দাবী করেন তিনি।”