বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজনীতি

খালেদা জিয়ার যুক্তরাজ্য সফরে সহযোগিতা করবে সরকার

বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার সফর সঙ্গীদের যুক্তরাজ্য সফরের ভিসার জন্য সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা ব‌লেন পররাষ্ট্র উপদেষ্টা।

মো. তৌহিদ হোসেনের কাছে জানতে চাওয়া হয়, খা‌লেদা জিয়া‌কে যুক্তরা‌জ্যে চি‌কিৎসার জন্য নেওয়া হ‌বে। এ ব্যাপা‌রে পররাষ্ট্র মন্ত্রণাল‌য় কী ব্যবস্থা নিয়েছে।

জবা‌বে উপ‌দেষ্টা ব‌লেন, খা‌লেদা জিয়া চিকিৎসার জন্য যাবেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যাচ্ছেন বলেই তো তাকে এবং তার টিমকে ভিসার ব্যাপারে সহযোগিতা করা হ‌বে।

তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, যুক্তরা‌জ্যে যাওয়ার পরে আমার তো মনে হয় না তার কোনো সমস্যা হওয়ার ব্যাপার আছে। সেখানে তার নিজস্ব সংগঠন আছে। আমাদের মিশন আছে। যেটুকু নিয়ম অনুযায়ী করার আমরা অবশ্যই করব।

প্রসঙ্গত, খালেদা জিয়া চি‌কিৎসার জন্য ৭ ন‌ভেম্বর যুক্তরাজ্য যাওয়ার কথা র‌য়ে‌ছে। তার স‌ঙ্গে প্রায় ১৫ সদ‌স্যের এক‌টি প্রতি‌নি‌ধিদলের যুক্তরাজ্য সফ‌রে যাওয়ার কথা শোনা যা‌চ্ছে।


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds