দেশে ফেরার পথ ধরেছিলেন সাকিব আল হাসান। কিন্তু নিরাপত্তা ইস্যুতে থেমে যেতে হয় দুবাই এসে। গতকাল বৃহস্পতিবারের ঘটনা এটি। আজকের সবশেষ আপডেট জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিশ্চিত করেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের দল থেকে বাদ সাকিব। তার বিকল্প হিসেবে ডাক পেয়েছেন সমুদ্রপাড়ের সন্তান হাসান মুরাদ।
মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার কথা ছিল সাকিবের। সবশেষ ভারত সফরে এ ঘোষণা দেন তিনি। দেশেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছে ছিল তার। যদিও তাকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে সেই মুহূর্তে ইতিবাচক কিছু বলেননি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আশার আলো দেখাননি বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
তবে সময়ের স্রোতে সবকিছুই সাকিবের পক্ষে যায়। ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি তার ইচ্ছাপূরণে সহমত জানায়। বাংলাদেশ দলও ঘোষণা করা হয় সাকিবকে রেখে। সবুজ সংকেত পেয়ে টাইগার অলরাউন্ডারও ধরেছিলেন দেশের পথ। এটা জানাজানি হলে গতকাল মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে সাকিবের বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন সাধারণ জনতা। “