বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খেলায়

আফগানিস্তান সিরিজ খেলা হচ্ছে না সাকিবের

দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেননি সাকিব আল হাসানের। ফলে হয়তো কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটিই হয়ে রইল সাদা জার্সিতে সাকিবের শেষ ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে বিদায় বলতে চেয়েছিলেন তিনি। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে দেশের আর ফেরা হয়নি।

সাকিব এখন শুধুমাত্র বাংলাদেশের হয়ে ওয়ানডেতেই নিজের খেলার দরজা খোলা রেখেছেন। এই ফরম্যাটে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর ইতি টানবেন বলে জানিয়েছেন। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ নির্ধারিত সূচি অনুযায়ী মাত্র ৬টি ওয়ানডে খেলবে। যা শুরু হবে আফগান সিরিজ দিয়ে। যেখানে সাকিবকে ছাড়ায় খেলবে টাইগাররা।

চট্টগ্রামে বাংলাদেশ দলের টেস্ট দেখতে এসে এমনটাই নিশ্চিত করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ আজ বৃহস্পতিবার চট্টগ্রামে বলেছেন, অলরাউন্ডার সাকিব আল হাসান অনুশীলনের বাইরে থাকায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মিস করতে পারেন।

বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব সম্ভবত পরবর্তী সিরিজ (আফগানিস্তানের বিপক্ষে) মিস করতে পারেন কারণ তিনি কিছু সময়ের জন্য অনুশীলনের বাইরে রয়েছেন এবং সম্ভবত তার আবার দলবদ্ধ হতে কিছুটা সময় লাগবে।’

তিনি আরও বলেন, ‘সবকিছু বিবেচনায় নিলে মনে হচ্ছে তিনি আফগানিস্তান সফর মিস করবেন।’

শারজাহতে আগামী ৬ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ৯ ও ১১ নভেম্বর বাকি দুই ওয়ানডে।


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds