শনিবার , ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফ

‘৫০ হাজার ইয়াবা শনাক্তে বিজিবি’র ডগ স্কোয়াড’

কক্সবাজারের টেকনাফে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ ওমর ফারুক নামে এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে বিজিবি।

রোববার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি বাস তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ওমর ফারুক টেকনাফ ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-ডি/১ এর নুর বশরের ছেলে।

ইয়াবাসহ রোহিঙ্গা কিশোরের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, ‘টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে এমন তথ্যে তল্লাশি অভিযান জোরদার করা হয়। রোববার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি বাস তল্লাশি করা হয়। এসময় সন্দেহভাজন এক কিশোরকে তল্লাশি করে একটি ব্যাগে ইয়াবা আছে এমন তথ্য দেয় বিজিবি’র ডগ স্কোয়াডের K-9 ইউনিটের সদস্য ‘সিপাহী ডগ মেঘলা’। পরে ওই ব্যাগের ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারপর ওই রোহিঙ্গা কিশোরকে আটক করা হয়।

আটক ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।”


সম্পর্কিত খবর