বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফ

টেকনাফ সীমান্তে সাড়ে ৪ লাখ ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর লেদা সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ জানুয়ারি) ইয়াবার বড় এ চালান জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন,  গোপন সংবাদে জানতে পারি মায়ানমার হতে একদল মাদক পাচারকারী লেদা বিওপির আওতাভূক্ত বিআরএম-১১ হতে প্রায় ১ কিমি দক্ষিণ দিকে মেম্বার পোস্ট নামক এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে পাচার করবে। পরে ব্যাটালিয়ন সদর এবং লেদা বিওপি পৃথক দুটি দল মেম্বার পোস্ট এলাকায় অভিযানের সময় নাফ নদীর পাড়ে অবস্থানরত মাদক পাচারকারী দলের কয়েকজন সদস্য দুটি বস্তা ফেলে নদী সাঁতরে সীমান্তের অপর পার্শ্বে পালিয়ে যায়।

এ সময় টেকনাফ ব্যাটালিয়নের অভিযানরত দলগুলো ঐ এলাকায় তল্লাশি করে বিভিন্ন বস্তা হতে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জড়িত ব্যক্তিদের খোঁজে অনুসন্ধান চলছে।


সম্পর্কিত খবর