বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফ

টেকনাফের খারাংখালী স্টেশনে ব্যবসায়িকে অপহরণ চেষ্টা

কক্সবাজারে টেকনাফের খারাংখালী স্টেশনে দূর্বৃত্তরা হামলা ও লুটপাট চালিয়ে এক ব্যবসায়িকে অপহরণ চেষ্টার ঘটনায় চারজন আহত হয়েছে।

আহতদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিলেও অপর দুইজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী স্টেশনে এ ঘটনা ঘটেছে।

ঘটনায় আহতরা হল, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার মৃত ফকির মোহাম্মদের ছেলে হাবিব উল্লাহ (৫৫) ও তার ভাই রহমত উল্লাহ (৪৯), ছেলে আয়াজ উদ্দিন (৩০) এবং রহমত উল্লাহ’র স্ত্রী মায়মুনা আক্তার (৪০)।

এদের মধ্যে হাবিব উল্লাহ ও রহমত উল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও আহত অপর দুইজন প্রাথমিক চিকিৎসাধীন রয়েছে।

ঘটনায় আহত রহমত উল্লাহ অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাতে এশার নামাজের পর খারাংখালী স্টেশনে স্থানীয় ব্যবসায়িদের সঞ্চয় সমিতির সদস্যদের লটারির ড্র অনুষ্টিত হয়। এতে এবারের লটারির ড্র জয়ী হন ব্যবসায়ি রহমত উল্লাহ। স্থানীয় ফার্মেসী ব্যবসায়ি আব্দুস সালামের দোকান থেকে লটারিতে প্রাপ্ত টাকা নিয়ে তিনি নিজের মালিকাধীন গ্যারেজে যাচ্ছিলেন। এসময় খারাংখালী এলাকার শেখ শাহ আলম ও জুবায়ের আহমদের নেতৃত্বে ১০/১২ জন দূর্বৃত্ত রহমত উল্লাহকে পথে আটকে মারধর শুরু করে। পরে তার পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

তিনি আরও বলেন, “ খবর পেয়ে রহমত উল্লাহ’র স্বজনরা ঘটনাস্থলে এলে তাদেরও লোহার রড ও লাঠি দিয়ে মারধর করা হয়। পরে দূর্বৃত্তরা রহমত উল্লাহসহ স্বজনদের গ্যারেজের ভিতর তালাবদ্ধ করে রাখে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়ী নিয়ে যাচ্ছিল। বাড়ী ফেরার পথে দুর্বৃত্তরা দ্বিতীয় দফায় আবারও হামলা চালায়। এতে তিনিসহ ৪ জন গুরুতর আহত হন। হামলার সময় দূর্বৃত্তরা তার স্ত্রী মায়মুনা আক্তারের গলা, হাত ও কানের স্বর্ণালংকার এবং ভাইপো আয়াজ উদ্দিনের স্মার্ট ফোন লুট করে নিয়ে যায়। “

হামলার এক পর্যায়ে রহমত উল্লাহকে অস্ত্রের মুখে অপহরণ করে পাহাড়ী এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালালে দূর্বৃত্তরা স্থানীয়দের প্রতিরোধের পড়ে পালিয়ে যায় বলে অভিযোগ ভূক্তভোগী রহমত উল্লাহ’র।

তিনি জানান, পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রহমত উল্লাহ ও হাবিব উল্লাহ’র অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলম বলেন, মঙ্গলবার রাতে খারাংখালী স্টেশনে রহমত উল্লাহ নামের এক ব্যবসায়িসহ তার কয়েকজন স্বজনের উপর হামলার ঘটনাটি তিনি শুনেছেন। ওই সময় তিনি এলাকায় ছিলেন না। ঘটনার ব্যাপারে তিনি বিস্তারিত অবগত নন।

এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন বলে জানান তিনি।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার ব্যাপারে অবহিত নন জানিয়ে বলেন, ঘটনায় ভূক্তভোগী লোকজন লিখিত অভিযোগ দিলে তদন্ত করে সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।


সম্পর্কিত খবর