ঘূর্নিঝড় দানা ও সতর্ক সংকেতে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের উদাসীনতা নিয়ে বাড়ছে উদ্বেগ। স্থানীয় প্রশাসনের দেওয়া সতর্ক সংকেত উপেক্ষা করে কিছু কিছু পর্যটক সমুদ্রে গোসল করতে নামছেন, যা তাদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’ কক্সবাজার থেকে প্রায় ৫৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে কক্সবাজার উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।
তবে এসব সতর্কতা সত্ত্বেও সৈকতে থাকা পর্যটকরা নিয়ম ভঙ্গ করে সমুদ্রে নামছেন।
স্থানীয় প্রশাসন এবং লাইফগার্ড দলের পক্ষ থেকে বারবার মাইকিং করে সতর্ক করা হলেও, অনেক পর্যটক সেই নির্দেশনা মানছেন না। এই পরিস্থিতি সামাল দিতে ট্যুরিস্ট পুলিশ, লাইফগার্ড, বিচকর্মীরা নজরদারি জোরদার করেছে। বিশেষ করে সৈকতের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
পানিতে নামা বেশিরভাগ পর্যটক বলেন, ‘কক্সবাজার বেড়াতে এসে সমুদ্রে না নামলে মজাটাই পাওয়া যায় না। তবে আমরা সবসময় সতর্ক থাকি।’
ট্যুরিস্ট পুলিশ, লাইফগার্ড ও বিচকর্মীরা বলছেন, পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা কঠোর নির্দেশনা পালন করছি। কোনো দুর্ঘটনা এড়াতে আমরা নিয়মিত টহল দিচ্ছি এবং মাইকিং করছি।
এব্যাপারে জেলা প্রশাসনের পর্যটন সেলে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন উদ্যোগ রয়েছে। তবে পর্যটকদের নিজেদেরও সচেতন হওয়া উচিত বলে মনে করছেন সচেতন মহল। “