প্রথমবারের মতো ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘পূজা স্পেশাল’ ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ। আজ বৃহস্পতিবার রাত থেকে রবিবার পর্যন্ত মোট ৭টি ট্রেন চলবে ঢাকা ও কক্সবাজার থেকে। দুর্গাপূজার ছুটিতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ৭টি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানোর এই সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি, শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এবং রবিবারের সরকারি ছুটির কারণে টানা চার দিনের সরকারি ছুটি পাচ্ছেন
কর্মজীবীরা। বর্ষা মৌসুমের শেষের দিকে শীতের আগমনী সময়ে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকের উপস্থিতি বাড়ে। এ কারণে ১০ অক্টোবর ঢাকা থেকে কক্সবাজারের রাতের ট্রেনটিতে টিকিটের জন্য রেল ভবনসহ রেলের প্রধান কার্যালয়গুলোতে চাহিদাপত্র ও
আবেদন জমা দেন যাত্রীরা। যাত্রীর চাহিদার কথা বিবেচনা করে বাংলাদেশ রেলওয়ে এই রুটে বিশেষ ট্রেন সার্ভিসটি চালানোর পদক্ষেপ নেয়।”